• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০২ অপরাহ্ন

চকরিয়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ৬ যাত্রী আহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

চট্টগ্রাম-কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হরিয়ে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ৬ যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের উপজেলার বানিয়ারছড়া ভিলেজারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, সিলেট এর কানাইঘাট এলাকার মো. জুবায়ের (৩৫), কুমিল্লা দেবিদ্বার এলাকার তারেক রহমান (২৫) ও নাদিয়া আহমেদ (১৯), নরসিংদি শিবপুরের জেসমিন আক্তার (২৫), ঢাকার ডেমরা এলাকার মো. হানিফ (৪২) ও সুত্রাপুরের মো. সামির (৪০)।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এসআই খোকন কান্তি রুদ্র বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ইমপেরিয়াল এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাস ভোরে মহাসড়কের বানিয়ারছড়া ভিলেজার পাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এসময় বাসের ৬ যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের মধ্যে মো. জুবায়ের নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাস জব্দ করা হয়েছে। চালক হেলপার পালিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ