• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন

এডেন সাগরে যুক্তরাষ্ট্রের পণ্যবাহী জাহাজে হুতিদের হামলা

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

আবারও পণ্যবাহী জাহাজে হামলা চালালো ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এডেন সাগরে জিব্রাল্টার ঈগল নামের যুক্তরাষ্ট্রের মালিকাধীন পণ্যবাহী একটি জাহাজে গতকাল বিকেলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন লেগে যায়।

এই হামলায় তাৎক্ষণিক হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গতকাল (১৫ জানুয়ারি) সকালে ইয়েমেন উপকূলের দক্ষিণে অবস্থানরত জাহাজটির ওপর এ হামলা চালানো হয়। খবর বিবিসি।

হামলার দায় স্বীকার করে হুতির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তাদের নৌবাহিনী এডেন উপসাগরে আমেরিকান একটি জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এসময় ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনে অংশ নেওয়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সব জাহাজ ও যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করা হবে বলে জাজান তিনি।

জিব্রাল্টার ঈগল জাহাজটিতে ইস্পাত পণ্য পরিবহন করা হচ্ছিল। জাহাজটি পরিচালনাকারী প্রতিষ্ঠান ঈগল বাল্ক শিপিং জানায় হামলায় আরোহীদের কেউ আহত হননি। তাছাড়া জাহাজের ক্ষয়ক্ষতিও সামান্য। আক্রান্ত হওয়ার পরেও জাহাজটি গন্তব্যের পথে রয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ