মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা পৃথিবী থেকে ২০ হাজার আলোকবর্ষ দূরত্বে অবস্থিত মৃত্যুর পথে থাকা একটি তারার দুর্দান্ত ছবি তুলেছে। ছবিটি প্রকাশ করার পর থেকেই অনেক নেটিজেন মুগ্ধতা প্রকাশ করেছেন।
নাসার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিটি প্রকাশ করা হয়েছে।
ওই তারাটির নাম ভি ৮৩৮ মনোক্রিওটিস। এটি ছায়াপথে পৃথিবী থেকে ২০ হাজার আলোকবর্ষ থেকে দূরত্বে অবস্থিত।
গত ২৫ বছরে হাবল টেলিেস্কোপ বিশ্ব জগতের বেশ কিছু দুর্দান্ত ছবি তুলেছে। এই দুর্দান্ত ছবিটি প্রকাশ হওয়ার পর ব্যবহারকারী তাদের মুগ্ধকতার কথা প্রকাশ করেছেন। কেউ বলেছেন, এটা তাদের জীবনে দেখা অন্যতম চোখ ধাঁধানো ছবি। কেউ বিশ্বজগতের সৌন্দর্যের প্রশংসায় মুগ্ধ হচ্ছেন।