• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্ট খেলবেন না কোহলি

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেলো ভারতীয় ক্রিকেট দল। প্রথম দু’টি টেস্টই খেলতে পারবেন না দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার বিরাট কোহলি।

সিরিজের প্রথম দুই টেস্ট থেকে হঠাৎ সরে দাঁড়িয়েছেন সাবেক এই ভারতীয় অধিনায়ক। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি চেয়েছিলেন কোহলি। বোর্ডও তার আবেদন মঞ্জুর করে নিয়েছে।

সোমবার হায়দরাবাদে প্রথম টেস্টের প্রস্তুতি শুরু করেছেন রোহিত শর্মারা। অথম এদিনই কোহলির প্রথম দুই টেস্টে না খেলার কথা জানিয়েছে বিসিসিআই।

সত্যিই ব্যক্তিগত নাকি অন্য কিছু, সঠিকভাবে জানা যায়নি। জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকেও। বিরাট কোহলি বোর্ড কর্মকর্তাদের পাশাপাশি অধিনায়ক রোহিত, কোচ রাহুল দ্রাবিড় এবং জাতীয় নির্বাচকদেরও ব্যক্তিগত সমস্যার কথা জানিয়েছেন। জাতীয় দলকে সব সময় অগ্রাধিকার দেওয়া কোহলির আবেদন মেনেও নিয়েছেন তারা। কোহলির পরিবর্তে এখনও কারও নাম ঘোষণা করেননি ভারতীয় নির্বাচকেরা।

ব্যক্তিগত সমস্যার সময় কোহলির পাশে থাকার কথা জানিয়েছে বিসিসিআই। তবে, বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে তার স্ত্রী আনুশকা সন্তানসম্ভবা। স্ত্রীর পাশে থাকার জন্যই সম্ভবত কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন বলে মনে করা হচ্ছে। বিসিসিআইয়ের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে অনুরোধ করা হয়েছে, কোহলির ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার। আপাতত তাকে বিরক্ত না করতেও বলা হয়েছে।

ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু কবে ২৫ জানুয়ারি থেকে। প্রথম ম্যাচ হায়দরাবাদে। ২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমে দু’দল দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ