• রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম:
ফ্যাসিস্ট আমলা-মিডিয়া আওয়ামী পুনর্বাসনে সমন্বিতভাবে কাজ করছে : হাসনাত ‘বোমা’ বিস্ফোরণে বিচ্ছিন্ন হলো শিশুর কব্জি ১৯ টাকা দাম বাড়ল এলপি গ্যাসের পশ্চিমাদের উদ্বেগ বারিয়ে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো ইরান রাস্তায় আলু ফেলে বিক্ষোভ চাষিদের মন্ত্রীত্ব হারানো টিউলিপের দুর্নীতি খতিয়ে দেখতে বাংলাদেশে যুক্তরাজ্যের অপরাধ সংস্থা উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারার কারণ হলো চাঁদাবাজি: অর্থ উপদেষ্টা ৫৮তম বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথম পর্ব রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন আন্দোলন-সংশ্লিষ্ট নারীরা: উমামা ফাতেমা ঢাবিতে প্রথমবারের মতো হলো হিজাব র‍্যালি

ফরিদপুরের লোকালয়ে রেইনট্রি গাছে বিরল প্রজাতির মেছো বাঘ

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় লোকালয়ে বিরল প্রজাতির একটি মেছো বাঘ দেখা গিয়েছে। বাঘটি দেখতে হাজার হাজার মানুষের ভিড় দেখা যায়। বনবিভাগের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা করেও বাঘটি আটকাতে সক্ষম হয়নি।

গতকাল সোমবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লায় একটি রেইনট্রি গাছে বাঘটি দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তেই খবরটি আশেপাশে ছড়িয়ে পড়লে লোকজনের ভিড় বাড়তে থাকে।

দেখা যায়, রেইনট্রি গাছের ৩০ থেকে ৩৫ ফুট উচ্চতায় গাছের দুই ডালের ফাঁকে বাঘটি রয়েছে। গাছের পাশের সড়কে দাঁড়িয়ে বাঘটির পেছনের অংশ দেখা যায়। সাধারণ মানুষের ধারণা বাঘটি দুই ডালের ফাঁকে আটকা পড়েছে। যে কারণে নড়াচড়া করছে না। বিকাল ৪টার দিকে ফরিদপুর বনবিভাগের একটি দল খবর পেয়ে বাঘটিকে আটকাতে দুই ঘণ্টা চেষ্টা করে ব্যর্থ হয়।

ঘটনাস্থলের পাশেই বাড়ি কামরুল শেখের (৪২)। তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আমি প্রথম বাঘটি দেখতে পাই। এরপর স্থানীয় লোকজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ছুটে আসে। বাঘটি ছিলাধরচর মহল্লার মরহুম হাসেম সাহেবের বাগানের রেইনট্রি গাছে রয়েছে।

উদ্ধার কাজে অংশগ্রহণ করতে আসা ফরিদপুর বনবিভাগের রেঞ্জ অফিসের বনপ্রহরী জাহিদুল ইসলাম বলেন, এ বাঘটি বিরল প্রজাতির মেছো বাঘ। আমরা প্রথমে গাছে ওঠে বাঘটি আটকানোর চেষ্টা করি। পরবর্তীতে প্রায় ৫০ ফুট উচ্চতায় গাছে উঠে যায়। চেষ্টা করে এত উপর থেকে বাঘটি আটকাতে সক্ষম হইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ