• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোর মিছিল

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোর মিছিল করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় ঢাকাসহ সারা দেশে আলোর মিছিল বের করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন পরিষদের নেতারা।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর কলাবাগান মাঠে জমায়েত হয়ে জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে আলোর মিছিল বের হয়। পরে বঙ্গবন্ধুর বাসভবনে গিয়ে তার প্রতিকৃতির সামনে প্রজ্বলিত মোমবাতি উপস্থাপন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এতে উপস্থিত ছিলেন- সংগঠনের অন্যতম সভাপতি ড. নিমচন্দ্র ভৌমিক, সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, জয়ন্ত সেন দীপু, জয়ন্তী রায়, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, অ্যাডভোকেট তাপস কুমার পাল, অ্যাডভোকেট শ্যামল কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দীপংকর ঘোষ, শ্যামল পালিত, পদ্মাবতী দেবী, স্বপ্না বিশ্বাস, দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার, ছাত্রবিষয়ক সম্পাদক প্রানতোষ আচার্য শিবু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, মহিলা ঐক্য পরিষদের সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য, সাধারণ সম্পাদক দিপালী চক্রবর্তী, বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি অনুপ কুমার সাহা, মহিলাবিষয়ক সম্পাদক মাধুরী চক্রবর্তী মিলি ও কাজল দাস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ