• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে যা জানালেন পুতিন

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
ছবি : সংগৃহীত

রাশিয়া-যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো জোটের মধ্যে সরাসরি সংঘাত মানে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে পৃথিবী মাত্র এক কদম দূরে রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার (১৮ মার্চ) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, রাশিয়া-যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো জোটের মধ্যে সরাসরি সংঘাত মানে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে পৃথিবী মাত্র এক কদম দূরে রয়েছে। তবে আমি নিশ্চিত কেউই নিশ্চয় এই যুদ্ধ দেখতে চায় না।

বিবিসি বলছে, ১৯৬২ সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কের তীব্র সংকট শুরু হয়। পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিয়ে মাঝে মধ্যেই পুতিন সতর্ক করেন। তবে ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজনীয়তা কখনও অনুভব করেননি বলেও জানান তিনি।

তবে ভবিষ্যতে ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েনের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না বলে গত মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মন্তব্য করেন। এতে পূর্ব ইউরোপের কয়েকটি দেশ সমর্থন দিয়েছে।

ম্যাক্রোঁর এই মন্তব্যের বিষয়ে পুতিন বলেন, আধুনিক যুগে সবকিছুই সম্ভব। সবার কাছেই এটি পরিষ্কার যে, পূর্ণ মাত্রায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে আর সামান্য বাকি। তবে আমি জানি কেউ এই দৃশ্য দেখতে চায় না। তাই আমি আশা করি, ম্যাক্রোঁ ইউক্রেন যুদ্ধ আরও উস্কে দেওয়া থেকে বিরত থাকবেন ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।

তিনি বলেন, আমরা এরই মধ্যে ইউক্রেনে ন্যাটোর সামরিক কর্মীদের উপস্থিতির প্রমাণ পেয়েছি। রাশিয়া যুদ্ধক্ষেত্র থেকে ইংরেজ এবং ফরাসি সেনাদের গ্রেপ্তার করেছে। এটা মোটেই ভালো কিছু না। যুদ্ধে ইউক্রেনের সৈন্যরা ছাড়াও এ ধরনের সেনারাও ব্যাপক সংখ্যায় প্রাণ হারাচ্ছেন।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত তিনদিন ধরে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। এতে পুতিনের প্রতিদ্বন্দ্বীরা কোনো চ্যালেঞ্জ তৈরি করতে না পারায় তিনি নিরঙ্কুশ জয় পান। এ নিয়ে পঞ্চমবারের মত দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন।

সূত্র : এনডিটিভি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ