• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন

চাকরি জাতীয় করণ করার দাবীতে সওজের শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি

আপডেটঃ : সোমবার, ৬ নভেম্বর, ২০১৭

ধামরাই (ঢাকা) প্রতিনিধি ॥
ধামরাইয়ে সড়ক ও জনপদ বিভাগের তৃতীয় ও চুতুর্থ শ্রেণীর শ্রমিক-কর্মচারীদের চাকুরি জাতীয় করণ করার দাবীতে কর্মবিরতি পালন করেছে বলে জানা গেছে ।
সোমবার সকাল থেকে ধামরাই নয়ারহাট মানিকগঞ্জ সড়ক বিভাগে উপ-সড়ক ও জনপদ বিভাগের (সওজ) এর তৃতীয় ও চুতুর্থ শ্রেণীর কর্মচারীরা আফিসে সামিয়ানা টানিয়ে এই কর্মবিরতি পালন করে।
স্ব স্ব দপ্তরে প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মবিরতি আগামী ০৯/১১/২০১৭ পর্যন্ত চলবে বলে জানান।
মানিকগঞ্জ সড়ক বিভাগের সড়কও জনপদ ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান জানান, উক্ত সময়ের মধ্যে দাবী মানা না হলে, আমরা আরও কঠিন কর্মসুচিতে যাব। কর্মসূচির মধ্যে ১২/১১/২০১৭ তারিখে স্ব-স্ব জেলার প্রধান সড়ক ও প্রেসক্লাবের সামনে মানববন্ধন। ১৪/১১/২০১৭ তারিখে স্ব-স্ব জেলা প্রশাসকের বরাবরে স্বারকলিপি পেশ এবং ১৯/১১/২০১৭ হতে ২৩/১১/২০১৭ তারিখ পর্যন্ত স্ব-স্ব দপ্তরে পূর্ণ দিবস কর্মবিরতি।
সর্বশেষ ২৮/১১/২০১৭ হতে ৩০/১১/২০১৭ নভেম্বরের মধ্যে কর্মচারীদের দাবী মানা হলে চল চল ঢাকা যাই মাথায় কাফনের কাপড় পড়ে  প্রধান প্রকৌশলী দপ্তরেসহ শহীদ মিনার ও জাতীয় প্রেসক্লাবে অবস্থান ধর্মঘটের ঘোষনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ