• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন

ডিপজল গরুর হাটে শিল্পীদের চাকরি দেবেন

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

মাস দেড়েক আগে শিল্পীদের গার্মেন্টসে চাকরি দিতে চেয়েছিলেন হেলেনা জাহাঙ্গীর। বিষয়টি নিয়ে কম সমালোচনা হয়নি। এবার খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল গরুর হাটে চাকরি দিতে চাইলেন চলচ্চিত্র শিল্পীদের। এফডিসিতে আয়োজিত এক বৈঠকে এমন আশ্বাস দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী মিশা সওদাগর।

কোরবানি গাবতলী গরুর হাটের ইজারা পেয়েছেন ডিপজল। বিষয়টি জানিয়ে মিশা বলেন, ‘‘আপনারা শুনে খুশি হবেন যে, আমাদের ডিপজল সাহেব এবার একা নিয়েছেন গাবতলী। আমি বলে রাখছি—‘ভাই আমার অনেক ছেলে-মেয়ে, কাজ লাগবে।’ আপনারা যারা যারা কাজ করতে চান, এই যেমন চুন্নু মামাকে (নৃত্য পরিচালক) বলব, নাচের ডিরক্টরদের বলব—‘তোমার ক’জন লাগবে দাও।’ এত বড় হাট গাবতলী! ভাই বলছেন, তুই আমারে তালিকা দে একটা যাঁরা কাজ করতে আগ্রহী।

শুধু গরুর হাট না, বোটানিক্যাল গার্ডেনেও লোক লাগবে উল্লেখ করে মিশা বলেন, ‘বোটানিক্যাল গার্ডেনেও লোক লাগবে। শুটিংয়ের পাশাপাশি এই কাজগুলোও ভাই নিজের থেকেই দিবেন। এ ছাড়া আমরা একটা তালিকা পরিচালক সমিতিসহ বিভিন্ন সংগঠনে দিয়ে দেব। পারিশ্রমিক যদি একটু কমানো যায়, তবে তারা আমাদের পুরনো আর্টিস্টদের নিয়ে কাজ করবেন।’

গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। এতে মাহমুদ কলি-নিপুণ প্যানেলকে হারিয়ে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ