• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন

৭ মার্চের ভাষনকে স্বীকৃতি প্রদান উপলক্ষে আওয়ামীলীগের আনন্দ র‌্যালি

আপডেটঃ : সোমবার, ৬ নভেম্বর, ২০১৭

রংপুর অফিস॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ‘ মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ বা ‘বিশ্বের স্মৃতি’ হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি প্রদান উপলক্ষে রংপুর জেলা আওয়ামীলীগ ও এর অং সংগঠনের আয়োজনে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার রংপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট রেজাউল ইসলাম রাজুর নেতৃত্বে র‌্যালিটি রংপুর দলীয় কারয্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু ম্যুরালে এসে ফুলেল মালা অর্পণ শেষে কাচারী বাজারে এক মানব বন্ধন সমাবেশ করে। বক্তারা বলেন, প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালক ইরিনা বোকোভা এক বিজ্ঞপ্তিতে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্বালাময়ী ওই ভাষণটিকে ‘ডকুমেন্টারি হেরিটেজ’ (প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে ঘোষণা করেন। এতে আমরা অনেক আনন্দিত।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি মতিয়ার রহমান, কোষাধ্যক্ষ আবুল কাশেম, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি  পাঠাগার রংপুর জেলা সভাপতি আব্দুর রহমান রাসেল, রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মনসুরা বেগম, সাধারন সম্পাদক এডভোকেট জাকিয়া সুলতানা চৈতি, মহানগর আওয়ামীলীগ, জেলা শ্রমিকলীগ, জেলা যুবলীগ, মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, জেলা ছাত্রলীগ, মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে,ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকম-লীর এক জরুরি বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদের কর্মসূচির মধ্যে রয়েছে- ৩ নভেম্বর বঙ্গবন্ধু ভবনে জমায়েত এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, ৪ নভেম্বর দেশব্যাপী বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্প্রচার ও সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যালি, ৫ নভেম্বর সারা দেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া প্রার্থনা, ৬ নভেম্বর ঢাকা ব্যতীত সারা দেশে আনন্দ শোভাযাত্রা, ৭ নভেম্বর দেশব্যাপী আলোচনা সভা ও সেমিনার, ৮ নভেম্বর সারাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ৯ নভেম্বর দুপুরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্মৃতি-বিজড়িত সোহরাওয়ার্দী  উদ্যানে (রেসকোর্স ময়দান) নাগরিক সমাবেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ