• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন

মেট্রোরেলে এআই প্রযুক্তি যুক্ত করতে চায় : সালমান রহমান

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৭ মে, ২০২৪

ভিসা, মাস্টারকার্ড আগামীতে এআই প্রযুক্তি যুক্ত করতে চায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, টোল প্লাজা বা মেট্রোরেলের টিকেট কাটতে লম্বা লাইন ধরতে হয়। এসব সমস্যার সমাধান হবে ভিসা, মাস্টার কার্ডে এআই প্রযুক্তি যুক্ত হলে, তখন পেমেন্ট হবে এআইর মাধ্যমে।

আজ সোমবার (২৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ভবনে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক্সিকিউটিভ বিজনেস ডেলিগেশনের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় সালমান ফজলুর রহমান এ কথা বলেন।

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক্সিকিউটিভ বিজনেস ডেলিগেশনের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সালমান এফ রহমান বলেন, কৃষিখাতে অনেকগুলো বিদেশি প্রতিষ্ঠান এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে এগিয়ে আসছে। তারা দেশে বিনিয়োগ করতে চায়। তারা বলেছে, আমাদের এখানে বিনিয়োগের পরিবেশ আছে। এতে তারা আগ্রহ দেখিয়েছে।

মেটা (ফেসবুক) বাংলাদেশে এআই নিয়ে কাজ করবে জানিয়ে সালমান ফজলুর রহমান বলেন, এতে তারা বিনিয়োগ করতে চায়। এছাড়া অ্যামাজন বাংলাদেশে অলরেডি ব্যবসা করছে। এখন আমদানি-রপ্তানি নিয়ে কাজ করতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ