২৩ মে মানহানিকর মন্তব্যের অভিযোগে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন আরেক নায়িকা তমা মির্জা। এর জবাবে ২৭ মে পাল্টা ২০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে তমা মির্জাকে আইনি নোটিশ পাঠান মিষ্টি।
বিষয়টি নজরে আসে চলচ্চিত্র শিল্পী সমিতির। সভাপতি মিশা সওদাগরের সভাপতিত্বে মঙ্গলবার (২৮ মে) শিল্পী সমিতির কার্যালয়ে তমা-মিষ্টিকে নিয়ে বৈঠক হয়। সেখানে দুই নায়িকার দ্বন্দ্বের মিমাংসা করা হয়।
শিল্পী সমিতির সহ-সভাপতি ডি এ তায়েব জানিয়েছেন, ‘তমা-মিষ্টির মধ্যে ভিন্ন মতের কারণে মনোমালিন্যের সৃষ্টি হয়। এই মনোমালিন্য দূর করতে তারা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শরণাপন্ন হন। পরে সমিতির সভাপতি মিশা সওদাগরের উদ্যোগে ও কার্যকরী পরিষদ সদস্যদের উপস্থিতিতে বিষয়টির সুষ্ঠু মীমাংসা হয়। এই বিষয়ে যাতে আর পুনরাবৃত্তি না হয় সেদিকে আমরা সচেষ্ট থাকব।’
এ বিষয়ে তমা মির্জা বলেন, ‘মিষ্টি আমার ছোট বোন, তার ভুল আমি ক্ষমা করেছি। আমরা একে অপরের উপর নির্ভরশীল, তাই আমরা আমাদের সংগঠন শিল্পী সমিতির কার্যালয়ে বসে ভুল বোঝাবুঝির অবসান করেছি।’
তমার সঙ্গে সুর মিলিয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘আমাদের মধ্যে কিছুটা ভুল-ভ্রান্তি হয়েছিল। সেই বিষয়ে আমিও ক্ষমাপ্রার্থী। আমাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে সমঝোতা করলাম।