সম্প্রতি ‘এভাবেও ফিরে আসা যায়’ নামের একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান ও হালের ক্রেজ জিয়াউল হক পলাশ। পরিচালনায় আশিকুর রহমান। গল্পের প্রয়োজনে এর শুটিং ছিল রাতে। শুটিংয়ের ফাঁকে তারা গল্প-আড্ডায় কাটিয়েছেন অনেকটা সময়। আর তারই ধারাবাহিকতায় তারিক আনাম খানকে একটি অভিনব উপহার দিয়েছেন পলাশ।
এ বিষয়ে তারিক আনাম খান বলেন, পলাশের সঙ্গে আমার এটা তৃতীয় কাজ। এই নাটকে কবিতার উপস্থিতি আছে, আছে জীবনানন্দ দাশ। আমরা বিস্ময়কর কবি জীবনানন্দকে নিয়ে অনেক কথা বলেছি রাতের ঘোরে। হঠাৎ পলাশ বললো, ভাইয়া আপনাকে আমি জীবনানন্দকে নিয়ে লেখা শাহাদুজ্জামানের ‘একজন কমলালেবু’ বইটা উপহার দিতে চাই। সত্যিই নিয়ে এলো পর দিন! বইয়ের ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে তারিক আনাম খান বলেন, ভালোবাসার উষ্ণতা ভরা পলাশের স্বহস্তে লেখা, সঙ্গে তার স্বাক্ষর।
পলাশের জানার আগ্রহ, পড়া, ছবি দেখা, শোনা আর ভাবায় আমাকে তারিক আনাম খানের উদ্দেশ্যে পলাশ ফেসবুক পোস্টে লিখেন, আপনার সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা স্মরণীয় যাত্রার মতো। এবার কাজ করতে গিয়ে আপনাকে আরও মোহগ্রস্ত হয়েছিলাম আমরা সকলেই। আমার এই নিদারুণ উপহারকে আপনি যেভাবে গ্রহণ করলেন, এই প্রাপ্তি আমি আবেগ দিয়ে আগলে রাখবো।