যুক্তরাষ্ট্র থেকে ঘুরে আসার পরেই টালিগঞ্জে গুঞ্জন। জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার বিয়ে করে চলে যাচ্ছেন বিদেশে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন এই অভিনেত্রী।
ভারতীয় একটি গণমাধ্যমে পায়েল বলেন, নিউইয়র্কে বাংলা চলচ্চিত্র উৎসব ছিল। সেখানে রেশমি মিত্র পরিচালিত ‘বড়বাবু’ সিনেমার প্রিমিয়ার হয়েছে। সিনেমাটির মুখ্য চরিত্রে আমি অভিনয় করেছি। সেরা অভিনেত্রীর সম্মাননা পেলাম। ওখানে আমার বেশ কিছু আত্মীয়, বন্ধু আছেন। ওদের সঙ্গে সময় কাটাব বলে বাড়তি কিছু দিন হাতে নিয়ে গিয়েছিলাম। ব্যস, রটনা শুরু।
তিনি আরও বলেন, বিয়ের ইচ্ছে এখনও হয়নি। শুনেছি, অনেকে আমাকে ‘লিভ ইনেও’ পাঠিয়েছেন। সবাইকে বলছি, বিয়ে বা লিভ-ইন আমার কাছে আলাদা কিছু না। আপনাদের ধৈর্য ধরতে হবে। সবকিছু সময়ে জানতে পারবেন।
এই অভিনেত্রী বলেন, অবশ্যই আমি বিয়ে করব। তবে কোনো প্রবাসীকে না। কারণ, কলকাতা ত্যাগ করার কোনো পরিকল্পনাই আমার নেই।
প্রসঙ্গত, বর্তমানে পায়েল সরকার অভিনীত ‘আবার অরণ্যের দিনরাত্রি’ সিনেমাটি চলছে প্রেক্ষাগৃহে। এতে তার পাশাপাশি অলিভিয়া সরকার, রূপসা মুখোপাধ্যায়, যুক্তা রক্ষিত প্রমুখ অভিনয় করেছেন।