চলতি বছরে আগস্ট মাসে মুক্তি পাবে রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমা ‘বাবলি’। গত বছর আগস্ট মাসে মুক্তি পায় রাজ পরিচালিত ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। এই দু’টি কাজেই প্রযোজক টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, শুভশ্রী এবার নিজের আলাদা প্রযোজনা সংস্থা খুলতে আগ্রহী। খবর আনন্দবাজার অনলাইনের
রাজের নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে। তার অধীনে তৈরি সিনেমাতে অভিনয়ও করেছেন শুভশ্রী। তবে সূত্রের দাবি, এবার অভিনেত্রী নিজের প্রযোজনা সংস্থা শুরু করতে আগ্রহ প্রকাশ করেছেন। সূত্রের খবর অনুযায়ী, ঘনিষ্ঠ মহলে এ বিষয়টি নিয়ে নাকি মতামতও চেয়েছেন তিনি। তবে রাজ এবং শুভশ্রী একে অপরের সঙ্গে হাত মিলিয়েই দুই সংস্থাকে এগিয়ে নিয়ে যাবেন।
গত বছর ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটিতে পা রেখেছিলেন শুভশ্রী। ওই সিরিজে তাঁর অভিনয় প্রশংসিত হয়। ইন্ডাস্ট্রির একটি সূত্রের দাবি, ক্যারিয়ারের এই পর্যায়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চাইছেন শুভশ্রী। এমনিতেই এখন তিনি বেছে সিনেমা করেন। এবার অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও পায়ের নীচের জমি শক্ত করতে চাইছেন তিনি।
শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি এই প্রসঙ্গে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন অভিনেত্রী। শুভশ্রী কী ধরনের প্রোজেক্ট প্রযোজনা করতে ইচ্ছুক, তা জানার অপেক্ষা।