• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন

মুশতাককে ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২ জুন, ২০২৪
ফাইল ছবি

ছাত্রীকে প্রলোভন ও ধর্ষণের অভিযোগে খন্দকার মুশতাক আহমেদ ও অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীর বিরুদ্ধে দায়ের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রতিবেদেন তাদেরকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে মুশতাক রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতাসদস্য এবং ফাওজিয়া রাশেদী ওই কলেজের অধ্যক্ষ।

সম্প্রতি মামলার তদন্ত সংস্থা পিবিআই আদালতে এ প্রতিবেদন দাখিল করে। এরপর চূড়ান্ত ওই প্রতিবেদনের ওপর রোববার (২ জুন) আদালতে শুনানির জন্য ধার্য ছিল। তবে মামলার বাদী ওই ছাত্রীর বাবা পিবিআইয়ের দেওয়া প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল করবেন বলে আদালতকে অবহিত করেন। যার কারণে আদালত আগামী ১৩ জুন চূড়ান্ত প্রতিবেদন বিষয়ে অধিকতর ও নারাজি বিষয়ের জন্য তারিখ ধার্য করেন।

এর আগে, গত বছরের ১ আগস্ট ওই ছাত্রীর বাবা আদালতে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা দায়েরের আদেশ দেন।

এরপর তদন্ত কর্মকর্তা মামলা দায়েরে তথ্যগত ভুল হয়েছে উল্লেখ করে আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। গত ৩ মার্চ মামলার বাদী চূড়ান্ত প্রতিবেদনে নারাজি দাখিল করেন। আদালত নারাজির আবেদন মঞ্জুর করে মামলাটি পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ দেন।

বর্তমানে এ মামলায় খন্দকার মুশতাক আহমেদ ও ফাওজিয়া রাশেদী স্থায়ী জামিনে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ