• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

আবার সঙ্গে দেখা যাবে মিথিলা সঙ্গে তাহসানকে

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩ জুন, ২০২৪
ফাইল ছবি

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে অভিনেতা হিসেবে বহুবার টেলিভিশনে দেখা গেলেও প্রথমবারের মতো তার অভিষেক ঘটছে ওটিটি প্ল্যাটফর্মে।

আরিফুর রহমানের পরিচালিত চরকি অরিজিনাল সিরিজ ‘বাজি’ নিয়ে আসছেন তিনি। এই সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে। তবে তিনি বাস্তব কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কিনা, তা জানা যায়নি।

তবে ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গল্পটি গড়ে উঠেছে বলে জানা গেছে।

সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান খান ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার, রাফিয়াত রশিদ মিথিলাসহ অনেকে।

প্রসঙ্গত, দীর্ঘদিনের প্রেমের পর ২০০৭ সালের ৩ আগস্ট বিয়ে করেছিলেন তাহসান এবং মিথিলার। এক সঙ্গে একাধিক নাটকে অভিনয় করেছিলেন তারা। ২০১৭ সালের মে মাসে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাহসান এবং মিথিলার। এর পর আর একফ্রেমে দেখা যায়নি তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ