• সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

৯৩ শতাংশ মানুষ নির্বাচন প্রত্যাখ্যান করেছে : গয়েশ্বর

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে ২০০৫ সাল থেকে গণতন্ত্র নেই। জনগণ সব নির্বাচনকে বর্জন করেছে। আওয়ামী লীগ নেতা-কর্মীরাই মানে না, বিশ্বাস করে না। তাই তারাও ভোটকেন্দ্রে যাচ্ছে না। দেশের ৯৩ শতাংশ মানুষ নির্বাচন প্রত্যাখ্যান করেছে।

মঙ্গলবার (৪ জুন) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, সরকার ফেঁসে যাবেন বলে বেনজীর ও আজিজকে ছাড় দিচ্ছেন। তারা সব তথ্য ফাঁস করে দিলে আপনাদের অস্তিত্ব থাকবে না।

আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মো. মমিনুল হক।

হাজীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ ইমাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম রহিম পাটওয়ারী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সায়েদুল হক সাঈদ, সদস্য এস. এম কামাল উদ্দিন চৌধুরী, কাজী রফিক, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রাজিউর রহমান রাজিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী, একরামুল হক বিপ্লব, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ