• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

একদিনের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে আরও এক যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

একদিনের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে চট্টগ্রামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৫ জুন) দিনগত রাত ১টার দিকে নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় মো. ইদ্রিস মিয়া (২০) নামে ওই যুবকের মৃত্যু হয়।

নিহত মো. ইদ্রিস মিয়ার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানায়। তিনি নগরের পতেঙ্গা থানার নারিকেলতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

রেলওয়ে থানার ওসি এস এম শাহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরাও হাসপাতালে এসেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

এর আগে বুধবার সকাল ৮টার দিকে নগরের ষোলশহর রেলস্টেশন এলাকায় শাটল ট্রেনে কাটা পড়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ