• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন

শ্রীপুরে ভূয়া র‌্যাব পরিচয়ে শ্রমিকদের বেতন-বোনাস ছিনতাই

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

গাজীপুরের শ্রীপুরে র‌্যাব পরিচয়ে শ্রমিকদের বেতন ও বোনাসের ১৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ডাকাত চক্রের হোতা হামিম ইসলামসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১২ জুন) রাতে রাজধানীর রামপুরা, উত্তরা ও গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তবে বাকিদের নাম ও পরিচয় জানায়নি র‍্যাব। এ সময় ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস, র‍্যাব জ্যাকেট, হ্যান্ডকাপ ও অন্যান্য সরঞ্জামাদি এবং ছিনতাইকৃত অর্থ উদ্ধার করা হয়।
র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শ্রমিকদের বেতন ও বোনাসের ১৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ডাকাত চক্রের হোতাসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ