• সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে প্রবাসী আয় এলো ২০৪৪৭ কোটি টাকা ২৫ দিনে অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের পরিচালকের ওপর হামলা বাধ্যতামূলক করতে ড্রোনের নিবন্ধন, বাতিল হচ্ছে আগের নীতিমালা নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে: আমীর খসরু চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান ছাড়েননি ইবতেদায়ি শিক্ষকরা বিএনপির সঙ্গে ছাত্রনেতাদের ভুল বোঝাবুঝি কাম্য নয় চিত্রনায়িকা পরীকে গ্রেফতার করতে আদালতের র্নিদেশ বাংলাদেশি দক্ষ কর্মী চায় ইউরোপ, প্রশিক্ষণে টাকা দেবে ইইউ জুলাই-আগস্টে কারাগার থেকে পালানো ৭০০ বন্দিকে এখনো ধরা যায়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের দায়িত্ব পালন দেশের জন্য মর্যাদাহানিকর: দুদক

ফেসবুকে এসপির নামে আইডি খুলে প্রতারণা

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৫ জুন, ২০২৪

দিনাজপুর পুলিশ সুপারের (এসপি) নামে ফেসবুকে আইডি খুলে প্রতারণা করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শনিবার (১৫ জুন) দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন।

এর আগে বৃহস্পতিবার (১৩ জুন) দিনগত রাতে অভিযান চালিয়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলার চালিয়ে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ঠনঠনিপাড়ার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ঠনঠনিয়াপাড়ার কাছের মাহমুদের ছেলে আলামিন (২১) ও একই এলাকার সাম্বারুর ছেলে রুহুল আমিন (১৯)।

প্রেস ব্রিফিংয়ে এএসপি শেখ জিন্নাহ আল মামুন জানান, দিনাজপুর জেলার এসপি শাহ ইফতেখার আহমেদ ও প্রবাসী কল্যাণ অফিসারসহ বেশ কয়েকজন অফিসারের ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি খুলে আইনি সহায়তা তথা জিডি, মামলার তদবির, পুলিশ ক্লিয়ারেন্স, তদন্ত রিপোর্ট পক্ষে করে দেওয়ার নামে প্রতারণা করে আসছিল। এসব কাজের জন্য তারা প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন।

তিনি আরও জানান, এ ঘটনায় আসামিদের শনাক্ত করতে কাজ করে আসছিল পুলিশ। পরে বিভিন্ন তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আসামিদের শনাক্ত করে নীলফামারীর সৈয়দপুর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ