• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

এবার ঈদের আগে নতুন চমক নিয়ে হাজির মিলা

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৬ জুন, ২০২৪

দেশ-বিদেশের স্টেজ শো নিয়ে সরব সময় কাটাচ্ছেন জনপ্রিয় পপ তারকা মিলা ইসলাম। চলতি বছরই তিনবার যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরেছেন। চলতি মাসের প্রথম দিকেই তিনি শেষ শো করে এসেছেন। আর এবার ঈদের আগে নতুন চমক নিয়ে হাজির হলেন এ শিল্পী। প্রায় তিন বছর আগে সবশেষ ‘আইস্যালা’ শিরোনামের গান প্রকাশ পেয়েছিল তার।

এবার পুরনো রূপে নতুন করে হাজির হয়েছেন মিলা। গতকাল জি-সিরিজের ব্যানারে প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘টোনাটুনি’। এর কথা, সুর ও সংগীতায়োজন করেছেন মিলা নিজেই। এর ভিডিও পরিচালনা করেছেন ইরাজাল ইসলাম। ভিডিওতে পারফর্ম করেছেন খোদ মিলা।

এখানে তুমুল নাচতে দেখা যাবে এ গায়িকাকে। মিলা ইসলাম বলেন, ‘রুব্বান’র পর আমার অনেক ভক্ত-শ্রোতা চেয়েছিলেন এ টাইপের গান আবার করি। অনেক সময় নিয়ে চেষ্টা করেছি। গান তৈরি ছিল, কিন্তু কবে প্রকাশ করবো ঠিক করতে পারিনি। অবশেষে এবার ‘টোনাটুনি’ এলো ঈদে। এটি এমন একটি গান যার মাধ্যমে সব ধরনের শ্রোতা নাচতে পারবেন।

বিভিন্ন উৎসবে গানটি বাজবে বলে আমার বিশ্বাস। মিলা আরও বলেন, গানটি ভিডিও করার সময় অনেক নাচতে হয়েছে। অন্য অনেক চরিত্র ছিল গানে। সব মিলিয়ে একটি জমজমাট গান। আমার বিশ্বাস সবার ভালো লাগবে। মিলা আরও জানান, এ ধরনের আইটেম গান আর তিনি করবেন না। বিশেষ করে নিজ উদ্যোগে আইটেম গান না করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সিনেমায় ভালো প্রস্তাব পেলে গাইবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ