দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুনের আলোচিত সিনেমা ‘পুষ্পা-২’র মুক্তির তারিখ পিছিয়ে গেছে। এর আগে চলতি বছরের ১৫ আগস্ট মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছিল। তবে পিছিয়ে দেয়া হয়েছে মুক্তির সেই তারিখ। এমনকি কবে মুক্তি পাবে তারও কোনো ঠিক নেই। জানা যায়, কিছু পোস্ট-প্রোডাকশনের কাজ বাকি থাকায় সিনেমাটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
সিনেমার মূল সম্পাদক কার্তিকা শ্রীনিবাস সরে দাঁড়িয়েছেন। শেষ মুহূর্তে এডিটিং-এর কাজ সামলাচ্ছেন নবীন নুলি। পরিচালক সুকুমার সিনেমার কিছু দৃশ্যের নতুন করে শ্যুটিং করছেন এবং সেখান ভিএফএক্সের মান আরও উন্নত করতে চাইছেন। গুঞ্জন উঠেছে দীপাবলির সময় মুক্তি পেতে পারে সিনেমাটি। তবে এ বিষয়ে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
এদিকে ‘পুষ্পা-২’ এর পাশাপাশি অজয় দেবগগানের ‘সিঙ্ঘম এগেইন’ সিনেমাটিও ১৫ অগস্ট মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু সেটিও পিছিয়ে গেছে।