গেল মাসে লন্ডন মাতিয়ে এবার কানাডায় গেলেন ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। আগামী ২২শে জুন টরন্টোতে কনসার্টের মধ্যদিয়ে শুরু হতে যাচ্ছে তার দেড় মাসের সফর।
৩০শে জুন দ্বিতীয় কনসার্ট হবে ভ্যাঙ্কুভারে এবং ৬ই জুলাই ক্যালগেরিতে অনুষ্ঠিত হবে তৃতীয় কনসার্ট। এরপর একে একে সাসকাচুয়ানে, অন্টারিওর বন্দর শহর হ্যামিলটনে, গোলাপের শহর উইন্ডসরে, মনকটনে এবং সর্বশেষ ২৮শে জুলাই মন্ট্রিয়লে কনসার্ট করবেন জেম্স।