• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

নতুন ছবির পরিকল্পনা শুরু করে দিলেন অঙ্কুশ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

ঈদে মুক্তি পেয়েছিল প্রযোজক অঙ্কুশের প্রথম ছবি ‘মির্জা: পার্ট ১ জোকার’। তর্ক-বিতর্ক যাই হোক বক্স অফিসে ছবির ফল বেশ ভালো। এমনকি সিনেমা হলে পঞ্চাশ দিনও পূর্ণ করেছে এই ছবি। এবার মির্জার সাফল্যকে সঙ্গে নিয়েই নতুন ছবির পরিকল্পনা শুরু করে দিলেন অভিনেতা-প্রযোজক অঙ্কুশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে এ অভিনেতা ভ্ক্ত-অনুরাগীদের জিজ্ঞেস করেন, সোশাল মিডিয়ায় স্পষ্ট অনুরাগীদের জিজ্ঞাসা করলেন, কোন ছবি হলে দর্শক হবে খুশি। ‘মির্জা’র মতো ফের অ্যাকশন ছবি নাকি রোমান্টিক কমেডি, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট, ড্রামা! মির্জার পর ছুটি কাটানো শেষ। পরের কাজের পরিকল্পনা শুরু। আবার এক নতুন যুদ্ধের জন্য তৈরি হওয়া।’

ছবির পঞ্চাশ দিন পূর্ণ হওয়ার খবর জানিয়ে অঙ্কুশ লিখেছেন, ‘প্রযোজক হিসেবে যখন আপনার প্রথম সিনেমা সম্পূর্ণ নিজের জোরে পঞ্চাশ দিন পূর্ণ করে সেই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। হাউসফুল শো দারুণ রেসপন্স সুপার পজিটিভ রিভিউ। দর্শকদের প্রশংসা আর সাপোর্ট এই সবই মির্জাকে বাংলার সফল বাণিজ্যিক সিনেমা করে তুলেছে।’

অভিনেতা লিখেন, ‘মির্জা পার্ট ২তে আরও বেশি উগ্রতা, গভীরতা, ট্যুইস্ট, ভালোবাসা, মজা, বিনোদন আর অ্যাকশন অবশ্যই বেশি থাকবে। বেশ তাহলে খুব শিগগিরিই দেখা হবে।’

এর আগে অঙ্কুশ জানিয়েছিলেন, ‘মির্জা: পার্ট ১ জোকার’ ছবিতে যে টাকা লগ্নি করেছেন তা হয়ত তিনি ফেরত পাবেন না। কিন্তু তার জন্য ‘মির্জা ২’ ছবির কাজ কোনোভাবেই আটকাবে না।

উল্লেখ্য, অঙ্কুশ রোমান্টিক-কমেডি চলচ্চিত্র ‘কেল্লাফতে’ এ অভিনয়ের মাধ্যমে সবার চোখে পড়েন। প্রিন্স এন্টারটেইনমেন্ট পি৪-এর ব্যানারে পীযূষ সাহার পরিচালনায় মুক্তি পাওয়া এই ছবিটি মোটামুটি হিট হলেও এই চলচ্চিত্রে অঙ্কুশের অভিনয় সবার চোখে পড়ে। নব অভিনেত্রী রুপশ্রীর বিপরীতে এই চলচ্চিত্রের প্রচারণা ছিল অনেক বেশি এবং নায়কের উপর ফোকাস করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ