• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহবাগে নেতাকর্মীদের ভিড়

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৩ জুন, ২০২৪

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ চলছে। সমাবেশের মধ্যমণি হিসেবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সমাবেশস্থলে যোগ দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ঢাকার বিভিন্ন ইউনিট থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন।

সমাবেশ উপলক্ষে দূর-দূরান্ত থেকেও দলটির নেতাকর্মীরা বিভিন্ন যানবাহনে শাহবাগে জড়ো হয়েছেন। সেখান থেকে দলে দলে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন তারা।

এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং গাজীপুর মহানগরসহ দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন৷ তাদের অনেককেই ঢাকঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে উদ্যানে প্রবেশ করতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ