প্রেম শেষ তাই আর প্রেমের গল্প চাই না : মিথিলা
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি ‘বাজি’ সিরিজে সাংবাদিকের চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি। সিরিজটিতে অভিনেত্রীর সাবেক স্বামী অভিনেতা ও সংগীতশিল্পী তাহসানের উপস্থিতি নিয়েও বেশ আলোচনা হয়।
এক সময় ঢাকাই শোবিজে প্রেমের দৃশ্যে দেখা যেত এই জুটিকে। কিন্তু বিচ্ছেদের পর মিথিলাকে তেমন কোনো প্রেমের গল্পে দেখা যায় না। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি জানান, ‘লাভ স্টোরি’তে তার অরুচি। তিনি বলেন, প্রেম শেষ তাই আর প্রেমের গল্প চাই না। কথাটি বলেই হেসে দেন তিনি। এরপরই তিনি জানান, প্রেমিকার চরিত্রে প্রচুর অভিনয় করেছেন। তিনি মনে করেন, হয়তো তাকে ‘গার্ল নেক্সট ডোর বা পাশের বাড়ির মেয়ে’র মতো দেখতে তাই এমন চরিত্র তাকে টানে না।
সেই কারণেই গতানুগতিক প্রেমের গল্পকে এড়িয়ে চলছেন তিনি। অভিনেত্রী বলেন, প্রেমের গল্পে অভিনয় করতে চাই, কিন্তু সেই গল্প ইন্টারেস্টিং হতে হবে। তাতে আমার চরিত্রও অন্যরকম হতে হবে। পাশের বাড়ির মেয়ের বাইরে অন্য কিছু পেলে করবো। উল্লেখ্য, আগামী ৫ই জুলাই থেকে ভারতীয় সিনেমা হলে দেখা যাবে দুলাল দে পরিচালিত ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’। রহস্যধর্মী এই সিনেমাতে একজন নার্সের ভূমিকায় অভিনয় করেছেন মিথিলা।