• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপ: আইসিসি সেমিফাইনালের জন্য আম্পায়ারদের নাম ঘোষণা

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৬ জুন, ২০২৪

বাংলাদেশের হারের মাধ্যমে চূড়ান্ত হয়ে গেছে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ। এবারে সেমিফাইনালে খেলবে ভারত, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।

আগামীকাল ২৭ জুন বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৩০ মিনিটে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান। আর বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে নামবে ভারত ও ইংল্যান্ড।

তাই বিশ্বকাপের দুই সেমিফাইনালের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। মঙ্গলবার আইসিসির ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।
দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মধ্যে প্রথম ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওর্থ ও নিতিন মেনন। ম্যাচ রেফারি হিসেবে আছেন রিচি রিচার্ডসন। এ ছাড়া রিচার্ড কেটেলবোরো টিভি আম্পায়ার ও আহসান রাজা চতুর্থ চতুর্থ আম্পায়ারের ভূমিকায় থাকবেন।

আর ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রড টাকার এবং ক্রিস গ্যাফনি। এই ম্যাচে ম্যাচ রেফারি জেফরি ক্রো। এ ছাড়া জোয়েল উইলসন টিভি আম্পায়ার ও পল রাইফেল চতুর্থ আম্পায়ারের ভূমিকায় থাকবেন।

তবে ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্বে কারা থাকবেন, তা এখনো প্রকাশ করেনি আইসিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ