• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন

দ্রুতই মুক্তি পাচ্ছে শুভ-ঐশীর ‘নূর’

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

রায়হান রাফী পরিচালিত এবং আরিফিন শুভ অভিনীত ‘নূর’ সিনেমাটির কাজ শেষ হয়েছে অনেক আগেই। কিন্তু নানা বাধায় ছবিটি এতদিন মুক্তি পায়নি। তবে দ্রুতই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এ ছবিতে আরিফিন শুভর বিপরীতে রয়েছেন ঐশী।

এদিকে ঈদের সবচেয়ে আলোচিত ছবি ‘তুফান’র প্রিমিয়ার শো ছিল ২৪শে জুন সন্ধ্যায় মিরপুর স্টার সিনেপ্লেক্সে। সেখানে ‘নূর’ লেখা টি-শার্ট পরে হাজির হন শুভ। এসেই আলোচনার কেন্দ্রে চলে আসে এই নায়ক। কারণ এদিন তিনি অনুষ্ঠানস্থলে ঢুকেই সবার সামনে শাকিব খানের পা ছুঁয়ে সালাম করেন। শুভর এমন বিনয় নজর কাড়ে সবার। মুহূর্তেই পা থেকে শুভকে টেনে তুললেন শাকিব।

জড়িয়ে ধরলেন বুকে। চারপাশে তখন ক্যামেরার অভাব ছিল না। ‘তুফান’ শো শেষে আরিফিন শুভ জানিয়েছেন, এবারই প্রথম শাকিব ও তিনি একসঙ্গে সিনেমা দেখেছেন। এরপর তুমুল প্রশংসা করেন এ ছবির ও শাকিব খানের। লম্বা সময় মুক্তির মিছিলে আটকে থাকা ‘নূর’ সিনেমার টি-শার্ট গায়ে দেখে শুভর কাছে এর রহস্য জানতে চাওয়া হয়। নায়ক জানিয়েছেন, দ্রুতই মুক্তি পাচ্ছে ‘নূর’। এ সময় শুভর পাশে উপস্থিত ছিলেন সিনেমাটির নায়িকা ঐশীও। ‘নূর’ সিনেমাটিও নির্মাণ করেছেন রায়হান রাফী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ