• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

খিলক্ষেতে রেল ক্রসিং এ ট্রেনের ধাক্কায় ১ জন নিহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩ জুলাই, ২০২৪
ফাইল ছবি

রাজধানীর খিলক্ষেতে রেল ক্রসিং এ মালবাহী কন্টেইনার ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম হাবিবুর রহমান হাবিবুল ইসলাম (৭৯)।

সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা তিনি বলেন, বুধবার সকাল দশটা বিশ মিনিটে খিলক্ষেত রেল ক্রসিং দিয়ে অসতর্কভাবে রেল লাইন পারাপারের সময় মালবাহী কন্টেইনার ট্রেনের ধাক্কায় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এএসআই আরও বলেন, প্রথমে পরিচয় পাওয়া না গেলেও পরে পরিচয় জানা যায়। তার নাম হাবিবুর রহমান হাবিবুল ইসলাম (৭৯)। তার বাবার নাম মৃত-জোয়াদ আলী।
সানু মং মারমা বলেন, মৃতের আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ