• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন

বিএনপি নেতাদের মুখে কোনো লাগাম নাই: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩ জুলাই, ২০২৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন পরজীবী দলে পরিণত হয়েছে। দলটি এখন ভর করেছে কোটা ও শিক্ষক আন্দোলনের ওপর। আজ বুধবার (৩ জুলাই) ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারের হেমায়েতপুরে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতাদের মুখে কোনো ট্যাক্স নাই, লাগাম নাই। অবশ্য লাগাম টেনে লাভ নাই। বিএনপির মনের জোর কমে গেছে, তবে গলার জোর বেড়ে গেছে। গাড়িচালক বেপরোয়া হলে যে অবস্থা হয়, রাজনীতিতে তারা হলো বেপরোয়া চালক। কখন কোন দুর্ঘটনা ঘটে কেউ জানে না।

‘কে চালায় বিএনপি’ এ প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, লন্ডন থেকে রিমোট কন্ট্রোল দিয়ে পরিচালিত হচ্ছে বিএনপি। যে কারণে সড়কপথে কিংবা নৌপথে নয়- আকাশপথে চলে বিএনপি। ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপিনেতাদের দিনের আরাম আর রাতের ঘুম হারাম হয়ে গেছে। কখন কার চাকরি নট হয়ে যায়, কখন যে তারেক রহমানের ডাক আসে। ফখরুল সাহেবও শান্তিতে নাই।

‘বিএনপির আন্দোলনের হাত ভেঙে গেছে’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘দিন যায়, রাত যায়। আন্দোলন আর সফল হয় না। মরা গাঙ্গে জোয়ার আর আসে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য বেনজির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সংসদ সদস্য সালমান এফ রহমান, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, স্থানীয় সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকরুল আলম সমর প্রমুখ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, ভারতের সঙ্গে আমাদের হিস্যা আমরা পেয়েছি। বিএনপি গঙ্গার পানির কথা ভারতকে বলতে ভুলে যায়, কোন মুখে বিএনপির নেতারা তিস্তার পানির কথা বলেন? খালেদা জিয়া তিন হাজার পিস জামদানি শাড়ি দিয়ে এসে জানিয়েছিলেন, গঙ্গা চুক্তির কথা বলতে ভুলে গেছেন। গঙ্গার পানির হিস্যা বঙ্গবন্ধুর কন্যা এনেছেন। তিস্তাসহ অন্যান্য নদীর হিস্যা, বাংলাদেশের হিস্যা শেখ হাসিনাই আনবেন। কারও কোথায় বাংলাদেশ ইন্ডিয়া হয়ে যাবে না।

‘জনপ্রতিনিধিদের সৎ হতে হবে’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়বে আওয়ামী লীগ। দেশকে দুর্নীতিমুক্ত করতেই হবে। জনপ্রতিনিধিরা সৎ হলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ