বহু ভারতীয় নারীর মন জয় করে নিয়েছিলেন পাকিস্তানের সুদর্শন অভিনেতা ফাওয়াদ খান। এবার দীর্ঘ বিরতির পর ফের বলিউডে ফিরছেন ফাওয়াদ খান। বাণী কাপুরের সঙ্গে একটি ছবিতে আগামীতে তাকে দেখা যাবে। এখন পর্যন্ত ছবির নাম ঠিক হয়নি। তবে এটি একটি আন্তর্জাতিক মানের প্রজেক্ট হতে চলেছে যার হাত ধরে বলিউডে কামব্যাক করবেন এই পাকিস্তানি অভিনেতা।
ভারতীয় সংবাদ সংস্থা (আইএএনএস) এর পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় ফাওয়াদ খানের জনপ্রিয়তা দারুণ তার অনেক ভক্ত রয়েছে। এছাড়া তিনি ইতোমধ্যেই মার্ভেলের সিনেমাটিক ইউনিভার্সে কাজ করে ফেলেছেন। তবে এই ছবি নিয়ে আপাতত তেমন কোন তথ্য প্রকাশ্যে আনা হচ্ছে না।
ফিল্মফেয়ারের রিপোর্ট অনুযায়ী, ফাওয়াদ আট বছর পর হিন্দি ছবিতে ফিরতে চলেছেন। ফিল্মফেয়ারের ঘনিষ্ঠ সূত্র বলেছে যে ফাওয়াদ আবার ভারতীয় দর্শকদের মন জয় করতে প্রস্তুত।
নির্মাতারা বলেছেন, এ ছবিতে ফাওয়াদ এবং বাণীর চরিত্রটি দুই ভগ্ন হৃদয় মানুষের। পরিস্থিতি তাদের একে-অপরের সম্মুখে দাঁড় করায়। ধীরে-ধীরে একে-অপরকে ভালোবেসে ফেলে চরিত্র দুটি। নতুন প্রজন্মের এই কাহিনি ভালো লাগবে বলেই আশা রাখা যায়।
বলিউডে ফের কাজ করা নিয়ে দারুণ উচ্ছ্বসিত ফাওয়াদ। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছাড়াও ‘কাপুর অ্যান্ড সনস’, ‘খুবসুরত’-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি। ফাওয়াদের সেই ছবির তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি ছবি। অভিনেতা নাকি নতুন উদ্যমে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন ।
ফাওয়াদ খানকে এর আগে একাধিক বলিউড ছবিতে দেখা গিয়েছে। ২০১৪ সালে মুক্তি পায় তার অভিনীত ছবি খুবসুরত। এরপর ২০১৬ সালে আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কাপুর অ্যান্ড সন্স ছবিতে দেখা গিয়েছিল তাকে। সেটাই ছিল তার শেষ বলিউড ছবি।
উল্লেখ্য, ২০২৩ সালে মুম্বাই হাইকোর্ট একটি পিটিশন খারিজ করে দেয়। যেখানে ভারতীয় নাগরিক, কোম্পানি এবং অ্যাসোসিয়েশনগুলিকে পাকিস্তানি শিল্পীদের, যেমন অভিনেতা, গায়ক, সংগীতশিল্পী, গীতিকার এবং টেকনিশিয়ানদের সঙ্গে সহযোগিতা করা থেকে সম্পূর্ণ বাতিল করার কথা জানিয়েছিল।