• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

আজ পশ্চিমবঙ্গে শাকিব খানের ‘তুফান’ মুক্তি

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

গেল ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘তুফান’। সিনেমাটি দেশের মাটিতে বেশ সাড়া ফেলেছে। এমনকি মুক্তির পর দু’সপ্তাহেই ব্লকবাস্টার হয়ে ওঠার খবর দিয়েছেন পরিচালক রায়হান রাফী।

এরপর গত ২৮শে জুন আন্তর্জাতিকভাবে মুক্তি পায় সিনেমাটি। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশে চলছে ‘তুফান’। দুবাই, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়ার প্রবাসী দর্শকরা ‘তুফান’ আগ্রহ নিয়ে উপভোগ করছেন। এবার ভারতেও মুক্তি পাচ্ছে সিনেমাটি। আজ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে এটি। ক’দিন আগে সিনেমা মুক্তির ঘোষণা দেয়া হলে পশ্চিমবঙ্গের শহর জুড়ে শুরু হয় জোর প্রচারণা। মেট্রোরেল থেকে শুরু করে বিভিন্ন বিলবোর্ড, কলকাতার রাস্তায় রাস্তায় ঝুলছে শাকিব-মিমির ‘তুফান’-এর পোস্টার।

সিনেমা সংশ্লিষ্টরা আশা করছেন বাংলাদেশের মতো সেখানেও সাড়া ফেলবে সিনেমাটি। এর আগে গত বুধবার দেশ ছেড়ে কলকাতায় পাড়ি জমান শাকিব। সেখানেই সিনেমা প্রচারের কাজে ব্যস্তসময় পার করছেন তিনি। জানা যায়, পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ’র আয়োজনে প্রিমিয়ার শোতে অংশ নেবেন শাকিব, রায়হান রাফীসহ সিনেমা সংশ্লিষ্ট অনেকে। উল্লেখ্য, গেল ঈদে বাংলাদেশের সর্বাধিক সিনেমা হলে মুক্তি পায় অ্যাকশন ধাঁচের ছবি ‘তুফান’। শাকিব খান ছাড়াও এতে অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ