• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

ইরান-ইরাকে ৭.৩ মাত্রার ভূমিকম্প, নিহত বেড়ে ৩৩৫

আপডেটঃ : সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭

ইরান-ইরাকের উত্তরাঞ্চলীয় সীমান্তে রিখটার স্কেলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৫ জন হয়েছে। সোমবারের এই ভূমিকম্পে বহুসংখ্যক মানুষ আহত হয়েছে।
একটি ইরানি দাতব্য সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে ৭০ হাজার মানুষ বাস্তুহারা হয়েছে। নিহতদের বেশিরভাগ ইরানের কেরমানশাহ প্রদেশের বাসিন্দা, সেখানে আরো ৪ হাজার মানুষ আহত হয়েছে। ইরাকে সাতজন মানুষ নিহত হয়েছে, রাজধানী বাগদাদে ভূমিকম্পের পরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে।
মসজিদগুলো থেকে লাউডস্পিকারে দোয়া পাঠ করে শোনানো হয়। বাগদাদের বাসিন্দা মাজিদা আমির বলেন, আমি আমার তিন সন্তানকে নিয়ে রাতের খাবার খাচ্ছিলাম। হঠাৎ ভবনগুলো যেন নাচা শুরু করল। আমি প্রথমে ভেবেছিলাম বড় বোমা বিস্ফোরিত হয়েছে। কিন্তু এরপরই আমি শুনতে পাই, আমার আশেপাশে সবাই ভূমিকম্প বলে চিৎকার করছে। বিবিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ