• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

‘ছুরি বায়ুনের তরকারি’ গানে সন্দীপন-অরিন

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৬ জুলাই, ২০২৪

ভিন্নধর্মী ঢংয়ে লোকগান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন সংগীতশিল্পী সন্দীপন। এর বাইরেও নানা ধরনের গান তিনি গেয়ে থাকেন।

অন্যদিকে ‘না বলা কথা’ সিরিজের গান গেয়ে শ্রোতাপ্রিয়তা পেয়েছেন তাসমিনা অরিন। মধ্যে বিরতি নিলেও ফের গানে নিয়মিত হচ্ছেন এখন। এবার এই দুই চট্টগ্রামের শিল্পী একসঙ্গে হাজির হলেন চাটগাঁইয়া ভাষার গান নিয়ে। গানের শিরোনাম ‘ছুরি বায়ুনের তরকারি’। এর কথা লিখেছেন সুলতানা নূরজাহান রোজী। সুর ও সংগীত করেছেন সজীব দাশ। এর ভিডিও পরিচালনা করেছেন ইয়ামিন এলান। সন্দীপন গানটি নিয়ে বলেন, চাটগাঁইয়া ভাষার গান গাইতে সবসময় ভালো লাগা কাজ করে।

এর আগেও আমার ও অরিনের চট্টগ্রামের ভাষার একটি গান মানুষ বেশ পছন্দ করেছিল। এবার ফের একসঙ্গে গান করলাম। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার। তাসমিনা অরিন বলেন, ভালো লাগছে সুন্দর একটি গানের অংশ হতে পেরে। সন্দীপন দার সঙ্গে এই গানটি সবার ভালো লাগবে বলেই বিশ্বাস। আর এখন থেকে নিয়মিত আমার শ্রোতাদের গান উপহার দেবো বলে ঠিক করেছি। সেই কাজ এখন চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ