• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

ভালোবাসার থেকে নিষ্ঠুর কিছু হয় না: অভিনেত্রী কঙ্গনা

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৭ জুলাই, ২০২৪

সম্প্রতি ভাইরাল হয়েছে ভারতের প্রয়াত জওয়ান অংশুমান সিংয়ের বিধবা স্ত্রীর পদক গ্রহণের ছবি। সেই ছবি দেখে বিহ্বল হয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী তথা বিজেপির নয়া সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। তিনি ছবিটি নিয়ে একটি পোস্ট করেছেন। সেখানে লিখেছেন, ‘ভালোবাসার চেয়ে নিষ্ঠুর কিছু হয় না।’

কঙ্গনা এদিন ভাইরাল ছবিটি তার ইনস্টাগ্রামে শেয়ার করেন। সেখানে তিনি ডিফেন্স ইনভেস্টিটার সেরিমনি ফেজ ১, যা রাষ্ট্রপতি ভবনে সদ্যই অনুষ্ঠিত হয়েছে তার এই ছবিটি পিস্ত্ভুরেন। সেখানে দেখা যায়, অংশুমান সিংয়ের বিধবা ও যুবতী, সুন্দরী স্ত্রী তার হয়ে পদক গ্রহণ করছেন।

ছবিটি পোস্ট করে কঙ্গনা লেখেন, ‘অনেক সৈনিক তাদের জীবন এই দেশের জন্য দিয়ে দেন। তাদের পুরস্কৃত করা হলো। কিন্তু মানুষের চোখে পানি এসে গেছে পূর্বাঞ্চলের অংশুমান সিংয়ের যুবতী সুন্দরী স্ত্রীর পুরস্কার গ্রহণের ছবিটি দেখে।’

একই সঙ্গে কঙ্গনা লেখেন, ‘ও এখনো ওর স্বামীকে ভীষণ ভালোবাসে। ও কেঁদে ফেলেছিল যখন ও বলছিল, কষ্টকর মৃত্যু হবে ওর এই পদক বুকে নিয়ে। ওর এই ভিডিও আমাযকে এখনো কষ্ট দিচ্ছে। ভালোবাসা সহজ নয়। বরং মজার কথা হলো, ভালোবাসার থেকে নিষ্ঠুর কিছু হয় না।’

এদিন ক্যাপ্টেন অংশুমান সিংকে মরণোত্তর কীর্তি চক্র পুরস্কার দেওয়া হয়, যা গ্রহণ করেন তার স্ত্রী। সাম্প্রতিক একটি অগ্নিকাণ্ডে এক সহকর্মীর প্রাণ বাঁচানোর জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে তাকে। কীর্তি চক্র পুরস্কার ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শান্তির বীর পুরস্কার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ