• মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন

কোটি টাকার স্বর্ণের বারসহ ভোমরা সীমান্তে আটক ১

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৭ জুলাই, ২০২৪

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্ত এলাকা থেকে এক কেজি ৬৭ গ্রাম ৫০০ মিলিগ্রাম ওজনের একটি বড় স্বর্ণের বারসহ মো. মাসুদ রানা (২৬) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

রোববার (৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ভোমরা সীমান্তের লক্ষ্মীদাড়ি এলাকা তাকে আটক করা হয়। আটক মাসুদ রানা স্থানীয় মো. শহিদুল ইসলামের ছেলে।

সাতক্ষীরা ৩৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, ভারতে স্বর্ণ পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সীমান্তের লক্ষ্মীদাড়ি এলাকায় অবস্থায় নেয়। সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকা মাসুদ রানাকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করে বড় একটি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন এক কেজি ৬৭ গ্রাম ৫০০ মিলিগ্রাম। আর এর মূল্য প্রায় এক কোটি সাত লাখ ৩৩ হাজার ৭১৩ টাকা।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা করে স্বর্ণের বারটি সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমার দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ