• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

নচিকেতার সঙ্গে গেয়ে পিজিতের সংগীতজীবন সার্থক

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

স্বপ্নের মানুষের সঙ্গে দ্বৈতকণ্ঠে গেয়ে ঘোরের মধ্যে চলে গেছেন পিজিত। থেকে থেকে তার কেবলই মনে হচ্ছে, সংগীতজীবন সার্থক। নচিকেতার সঙ্গে গাওয়া ঢাকার তরুণ শিল্পী পিজিতের গান ‘মধ্যবিত্ত’ বেরোচ্ছে শিগগিরই। মধ্যবিত্তের চাপা কান্না তুলে ধরা হয়েছে এই গানে।

কৈশোর থেকেই নচিকেতার গান ভালোবাসেন পিজিত মহাজন। তখন থেকেই তাকে অনুসরণ করেন, বিভিন্ন আসরে তাকে গাইতেও শোনা যায় দুই বাংলার জনপ্রিয় এ শিল্পীর গান। এ রকম প্রিয় একজন শিল্পীর সঙ্গে দ্বৈতকণ্ঠে গাওয়া গান প্রসঙ্গে তিনি বলেন, ‘মধ্যবিত্তরা এ সমাজে খুব অসহায়। তারা খেয়ে, না খেয়ে হাসিমুখে বেঁচে থাকে।

দাদা যেহেতু জীবনমুখী গান গেয়ে জীবনটা কাটিয়েছেন, আমিও প্রতিনিয়ত চেষ্টা করব দাদার মতো সমাজের বিভিন্ন বিষয় নিয়ে গান করতে।’ নচিকেতার সঙ্গে গান করার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘দাদা আর আমি স্টুডিওতে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিয়েছি। আমার গান শুনে তিনি বারবার প্রসংশা করেছেন। শুনে মনে হচ্ছে, আমার সংগীতজীবন সার্থক।’

একজন তরুণ শিল্পীর সঙ্গে নচিকেতা কেন গাইতে রাজি হলেন? তিনি জানান, পিজিত তার গান চর্চা করে, তার অনুরাগী, নতুন এ গানের বিষয় সুন্দর বলেই তিনি রাজি হয়েছেন। নচিকেতা বলেন, ‘গানটা ভালো হয়েছে। বাকিটা শ্রোতাদের কাছ থেকে শোনার অপেক্ষায় রইলাম।’

‘মধ্যবিত্ত’ গানের কথা ও সুর করেছেন আমিরুল মোমেনীন মানিক, সংগীতায়োজন করেছেন নাদিম ভূইঁয়া। সংগীতচিত্র পরিচালনা করেছেন শেখ সাদী। শিগগিরই গানটি উপভোগ করা যাবে ইউটিউবে পিজিত মহাজন অফিসিয়াল পেজ-এ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ