• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে অচল ঢাকা

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তারা ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে আছেন।

পাশাপাশি রেললাইনও অবরোধ করেছেন তারা। এতে রাজধানী কার্যত অচল হয়ে পড়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরের আগে থেকেই আন্দোলনে শামিল হন শিক্ষার্থীরা। বিভিন্ন স্থানে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে।

আগের দিন সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের ওপর চড়াও হয় ছাত্রলীগ। বিকেল থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়।

পরে রাতে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম মঙ্গলবারের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

মূল কর্মসূচি মঙ্গলবার বিকেল ৩টায় হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা আগেই সড়কে নেমেছেন। দুপুরে রাজধানীর নতুন বাজারে অবস্থান নেওয়া ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। ডিএমপির বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা এ তথ্য জানান।

নতুন বাজারে ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ছত্রভঙ্গ করতে যান। এতে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ বাঁধে।

রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করেছেন বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এ আন্দোলনে মেরুল বাড্ডা এলাকায় সম্পূর্ণ যানচলাচল বন্ধ রয়েছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়েছেন। এতে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ রয়েছে। অন্য পাশে যান চলাচলে ধীরগতি রয়েছে।

বাড্ডা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোজ্জামেল হক জানান, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোডগামী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে মেরুল বাড্ডা থেকে রামপুরাগামী সড়কে যান চলাচল আংশিক চালু রয়েছে।

এদিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর, শিয়ালবাড়ি মোড় ও মিরপুর বেড়িবাঁধ এলাকার সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এছাড়াও ইউল্যাব ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গাবতলী-মোহাম্মদপুর রাস্তা আটকে রেখেছেন।

রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং থেকে বিএনএস সেন্টারে পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা এলাকায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ সড়ক বন্ধ করায় গাজীপুর থেকে ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রযেছে।

শনির আখড়া, বনানী, ফার্মগেটসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীরা সড়কে নেমেছেন।

রাজধানীর মহাখালীতে রেললাইনে রেললাইন অবরোধ করেছেন কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা। এতে রাজধানী ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুপুরে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন বলে জানান ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ