• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন

রাজধানীর মিরপুরে শিক্ষার্থী-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

রাজধানীর মিরপুরে কোটা সংষ্কারের পক্ষে থাকা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে মিরপুর-১৩ নম্বরে বিআরটিএর সামনে এবং পল্লবী এলাকায় এ ঘটনা ঘটে। প্রথমে শিক্ষার্থীদের মিরপুর-১০ নম্বর এলাকায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়। বিআরটিএর আগে তাদের আটকে দেওয়ার পর মিরপুর-১৩ নম্বর দিয়ে পুলিশ ধাওয়া করে।

এ ছাড়া পল্লবীতে বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বেলা সাড়ে ১১টার দিকে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মিরপুর-১২ নম্বরে মোল্লা মার্কেটের সামনে শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সড়কে গণপরিবহন কম। অন্যান্য যান চলাচলও কমে গেছে। মিরপুর-১০ নম্বরসহ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ