• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন

তানজিন তিশার ব্যক্তিগত সহকারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
তানজিন তিশা ও তার ব্যক্তিগত সহকারী আলামিন। সংগৃহীত ছবি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিন ব্যাপক সহিংসতা ছিল দেশে। এই সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ছোটপর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত সহকারী আলামিন। সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে আলামিনের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী তানজিন তিশা।

তিনি লিখেছেন, কীভাবে শুরু করব জানি না। আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চিনেন। কিন্তু ও আমার অ্যাসিস্ট্যান্ট না, আমার ছোট ভাই। গত চার বছর ধরে ও আমার সঙ্গেই থাকে আমার ফ্যামিলিতেই থাকে। আপু কী লাগবে, আপু কী খাবেন, আপু কখন ঘুমাবেন, আবার কখন মনটা খারাপ, মনটা ভালো সব কিছু এই ছেলেটাই জানতো আর দেখত।

তিশা আরও লিখেছেন, আলামিন, সারাটা দিন আমার বড় একটা ছায়ার মত আমার পাশে বসে থাকত। আমার কত প্ল্যান ওকে নিয়ে। ওকে ড্রাইভিং শেখাব, জোর করে বলতাম পড়াশোনাটা কন্টিনিউ করতে, পরীক্ষাটা দিতে। অনেকে অনেক কিছু বলত কিন্তু দুনিয়ার সঙ্গে যুদ্ধ করে ও আপুর কাছে এসে বসে থাকত। ঈদের দিনগুলোও আগে আমার সঙ্গে থাকত, তারপর ওর ফ্যামিলির সঙ্গে। কত বকা দিয়েছি, মন খারাপও করে থাকত আবার একটু পর ঠিকই বুঝাতাম। একটা না দুই দুইটা গুলি কি করে নিয়েছে এই বাচ্চা ছেলেটা?

সবশেষে অভিনেত্রী লেখেন, আলামিন কোনো দল অথবা কোনোকিছুর সঙ্গে জড়িত ছিল না। ওর বিগত ৪ বছর জীবনটা আমার সঙ্গে, আমার কাজের এবং আমার পরিবারের সঙ্গেই কেটেছে। ওর জীবনে কোনো পাপ নাই, খুব ছোট একটা মানুষ এ চার বছর আমার কাছে বড় হতে দেখলাম। দোয়া করবেন সবাই আল্লাহর কাছে যেন সুন্দর জীবনে থাকে।

তিশা বলেন, আলামিন বেঁচে নেই। গুলিবিদ্ধ হওয়ার পরই মারা গেছেন। দেশজুড়ে ইন্টারনেট অচল থাকায় গতকাল রাতেই বিষয়টি ভক্তদের জানাতে পেরেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ