• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন

বাংলাদেশে নচিকেতা গাইতে আসছেন ৬ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
ছবি : নচিকেতা চক্রবর্তীর ফেসবুক থেকে নেওয়া

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শুক্রবার (২৬ জুলাই) গাইবার কথা ছিলো কলকাতার জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তীর। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির কারণে কনসার্টটি আগেই স্থগিত ঘোষণা করে আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানা।

যদিও এই সহিংস পরিস্থিতিতেই বাংলাদেশে এসে গান করার ইচ্ছার কথা জানিয়েছিলেন নচিকেতা। এমনকি বাংলাদেশ অস্থিতিশীল হওয়ায় নচিকেতাকে কনসার্ট বাতিল করতে বলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপ্যাধায়ও। তার পরও ঢাকায় কনসার্টে অংশ নেওয়ার প্রবল ইচ্ছা প্রকাশ করেছিলেন এই গায়ক।

নতুন একটি বিবৃতি দিয়ে আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, ২৬ জুলাই অনুষ্ঠিতব্য ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার ভলিউম ২’ কনসার্টটি দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠিত হচ্ছে না।দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ৬ সেপ্টেম্বর কনসার্টটি অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে যারা টিকিট কেটেছেন, তারা এই টিকিট দিয়েই কনসার্টটি উপভোগ করতে পারবেন বলেও জানিয়েছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ