• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন

অভিনেত্রী হিসেবে বড় পর্দায় পা রাখছেন সুস্মিতার কন্যা

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৯ জুলাই, ২০২৪

কয়েক দিন আগে মুক্তি পেয়েছে বলিউডের সিনেমা ‘ব্যাড নিউজ’। যেখানে জুটি বেঁধেছেন ভিকি কৌশল ও তৃপ্তি দিমরি।

আনন্দ তিওয়ারি পরিচালিত সিনেমাটিতে সহকারী পরিচালক (এডি) হিসেবে কাজ করেছেন অভিনেত্রী সুস্মিতা সেনের কন্যা রেনে সেন। এবার অভিনেত্রী হিসেবে বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন রেনে। ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেন রেনে।

বলিউডে অভিষেকের বিষয়ে তিনি বলেন, আশা করছি, খুব শিগগিরই। কারণ আমি অডিশন দিচ্ছি। ছোটবেলা থেকেই এটা আমার স্বপ্ন। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, খুব তাড়াতাড়ি ভালো কিছু ঘটবে। এই সময়টা খুব ভালো। কারণ এখন বিভিন্ন গল্প নিয়ে কাজ হচ্ছে। আর আমি সেই ভালো গল্পের অংশ হতে চাই।

সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ৪৭ বছর বয়সী এ অভিনেত্রী এখনো অবিবাহিত। কিন্তু কেন তিনি বিয়ে করেননি তা অজানা।

এদিকে, বিয়ে না করলেও দুই কন্যা সন্তানের মা সুস্মিতা। ২০০০ সালে বড় মেয়ে রেনেকে দত্তক নেন এই অভিনেত্রী। এরপর নিজের মেয়ের মতো করেই তাকে বড় করেছেন। ২০১০ সালে দ্বিতীয় মেয়ে আলিশাকে দত্তক নেন সুস্মিতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ