• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১৪ কোটিরও বেশি

আপডেটঃ : বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৪ কোটি ৭ লাখ ১৩ হাজার। এমন তথ্য গতকাল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)র অফিসিয়াল ওয়েবসাইট-এ প্রকাশিত হয়েছে। বিটিআরসির  দেয়া হিসেব মতে, বাংলাদেশে এই প্রথম মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৪ কোটির মাইলফলক ছুঁয়েছে। এ হিসেব গত সেপ্টেম্বর মাস পর্যন্ত। বিটিআরসি জানিয়েছে বর্তমানে তাদের প্রকাশিত সংখ্যা ১৪ কোটি ৭ লাখ ১৩ হাজার মোবাইল ব্যবহারকারী এখন সক্রিয়। গত সেপ্টেম্বর মাসের চেয়ে বর্তমানে ১৪ লাখ ১১ হাজার গ্রাহক বেড়েছে। বিটিআরসির দেয়া তথ্য মতে, ব্যবহারকারীর দিক থেকে এখনো শীর্ষ রয়েছে গ্রামীণফোন। তাদের গ্রাহক সংখ্যা ৬ কোটি ৩৮ লাখ ৮২ হাজার। এর পরেই চার কোটি ১২ লাখ ১১ হাজার গ্রাহক নিয়ে দ্বিতীয় অবস্থারে রয়েছে রবি আজিয়াটা এবং ৩ কোটি ২৩ লাখ ৭৯ হাজার গ্রাহক নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলালিংক। টেলিটকের গ্রাহক সংখ্যা ৩২ লাখ ৪১ হাজার। তাদের এই ব্যবহারকারীর সংখ্যা আগস্ট  মাসে ছিল ৩২ লাখ ৩৪ হাজার। উল্লেখ্য, প্রতি ৯০ দিনের মধ্যে যেসব গ্রাহক ডাটা, ভয়েস অথবা এসএমএস ব্যবহার করে বিটিআরসি তাদেরকে সক্রিয় গ্রাহক বিবেচনা করে ।                                    সূত্র: বিটিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ