চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তি ব্যান্ড তারকা শাফিন আহমেদ। গতকাল দুপুরে গুলশান আজাদ মসজিদে বাদ জোহর জানাজা শেষে বিকাল ৩টায় বনানী কবরস্থানে বাবার কবরেই সমাহিত করা হয় তাকে।
এ সময় পাশে ছিলেন ভাই তাহসিন আহমেদ ও হামিন আহমেদসহ স্বজন এবং মাইলস সদস্যরা। ছিলেন সংগীতাঙ্গনের অনেকে। এর আগে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। সেখানকার দার আলনূর ইসলামিক কমিউনিটি সেন্টারে শিল্পীর জানাজায় হাজির হয়েছিলেন হাজারো বাঙালি। এরপর ২৯শে জুলাই বিকালে শাফিনের মরদেহ ঢাকায় পৌঁছায়। চলতি মাসের ৯ তারিখ যুক্তরাষ্ট্র সফরে যান এ তারকা। কথা ছিল ২০শে জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি কনসার্টে তিনি অংশ নেবেন। কিন্তু শোয়ের ঠিক আগে অসুস্থ হয়ে পড়েন।
ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান শাফিন। দীর্ঘ ১৫ বছর ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। এর আগেও বেশ কয়েকবার হার্ট অ্যাটাক করেছিলেন শিল্পী। কিন্তু এবার আর ফেরা হলো না তার। চিকিৎসাধীন অবস্থায় ৬৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রেই মৃত্যুবরণ করেন তিনি।