• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

সাড়ে নয় বছরের সংসার ভাঙলো আরিফিন শুভর

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

ঢালিউড অভিনেতা আরিফিন শুভর সংসার ভেঙে গেছে। সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন এই তারকা। গত ২০ জুলাই হওয়া বিচ্ছেদের ঘটনাটি আজ বুধবার (৩১ জুলাই) জানিয়েছেন শুভ।

দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত জীবনের এ খবর জানাতে দ্বিধা ও সংকোচ বোধ করছিলেন শুভ। এক বিবৃতিতে তিনি জানান, ‘দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোন কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি, তারপরও মনে হল আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে।’

বুধবার রাত ৯টা ২৫ মিনিটে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বিচ্ছেদ প্রসঙ্গে শুভ লিখেছেন , ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি আর অর্পিতা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসেবে নয়। আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব।’

সদ্যসাবেক স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ঋণ স্বীকার করে তিনি লিখেছেন, ‘অনেক চড়াই-উৎরাইয়ের পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছে, সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী।’

ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ের অনুভূতি প্রকাশ করে শুভ লিখেছেন, ‘মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি, আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারব।’

দেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের ঘটনা নিয়েও কথা বলেছেন এই ঢালিউড নায়ক। বিবৃতির শেষ অংশে শুভ লিখেছেন, ‘দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থীসহ যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সবার জীবনে শান্তি আসুক, দেশেও শান্তি ফিরে আসুক এই কামনায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ