• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় আহত হাসপাতালে ছিলেন জোলি-পিটের ছেলে

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের বড় ছেলে প্যাক্স। জানা গেছে, ওই দুর্ঘটনার পর তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। সম্প্রতি আইসিইউ থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত ২৯ জুলাই ই-বাইক চালাতে গিয়ে একটি গাড়ি ধাক্কা দেয় প্যাক্সকে। তখন রাস্তায় পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান ২০ বছরের এই তরুণ। পিপল ম্যাগাজিনকে একটি সূত্র জানিয়েছে, এই দুর্ঘটনা তার মনে মারাত্মক অভিঘাত সৃষ্টি করেছে। তাকে আইসিইউ থেকে ছাড়া হয়েছে, তবে এখনও তার থেরাপি চলছে। জটিল এক বিভীষিকায় আচ্ছন্ন হয়ে আছেন প্যাক্স।

প্যাক্সের পাশে আছেন তার মা অভিনেত্রী জোলি। ছেলের দুর্ঘটনার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া ও চিকিৎসা দেওয়ায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই হলিউড তারকা। সূত্রটি জানিয়েছে, প্যাক্সের পাশে তার ভাইবোনেরাও রয়েছে। তারা প্যাক্সের সঙ্গে দেখা করে একত্রে সময় কাটাচ্ছে। তারা সবাই সবার বেশ ঘনিষ্ট।

আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর সূত্র দিয়ে টিএমজেড ম্যাগাজিন জানিয়েছে, ২৯ জুলাই স্থানীয় সময় বিকেল ৫টার দিকে যানজটে ভরা ছিল লস ফেলিজ বোলেভার্ড এলাকা। সেখানে ই-বাইক চালানোর সময় প্যাক্সের মাথায় কোনো হেলমেট ছিল না। টিএমজেড জানিয়েছে, প্যাক্স মাথা ও পশ্চদ্বেশে বেশ আঘাত পেয়েছেন। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ পিপল ম্যাগাজিনকে জানিয়েছে ২০ বছরের এক তরুণের দুর্ঘটনায় আহত হওয়ার খবর পেয়েছিলেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ