• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন

ছাত্র-জনতার অনেকে চট্টগ্রাম থেকে বোট নিয়ে ফেনীর পথে

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর পাঁচ উপজেলার বিস্তীর্ণ জনপদ তলিয়ে গেছে। এই মুহূর্তে খাবার নয়, উদ্ধারের আকুতি তাদের। ফেনীর মানুষের সেই আহ্বানে সাড়া দিয়ে ছাত্র-জনতার অনেকে চট্টগ্রাম থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। অনেকেই পতেঙ্গা ও সীতাকুণ্ডে ভিড় করছেন ভোট ভাড়া বা কেনার জন্য।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী বলেন, ‘চট্টগ্রাম পতেঙ্গা থেকে ফেনীর উদ্দেশ্যে বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোর ৭টা থেকে ধাপে ধাপে ট্রাকে করে স্পিডবোট যাচ্ছে। ছাত্ররা, বিভিন্ন চ্যারিটি সংগঠন ভাড়ার বিনিময়ে বোটগুলো নিয়ে যাচ্ছে।’

এদিকে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত স্পিডবোট মালিক সমবায় সমিতির পক্ষ থেকে ৪টি বোট এরই মধ্যে ফেনীতে বন্যাদুর্গতদের সহযোগিতায় পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি মুছা আলম।

বোটমালিক সমিতি যেন আরও বেশি বোট সরবরাহ করতে পারে সেজন্য চট্টগ্রামের মানুষকে তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিকে সীতাকুণ্ডের শিপ ইয়ার্ড সংলগ্ন পুরোনো বোট বিক্রির দোকানগুলোতে চট্টগ্রামের সাধারণ মানুষ ও ছাত্ররা ভিড় করছেন। কিন্তু বিক্রি ছাড়া ভাড়ায় বোট না দেওয়ার অভিযোগ উঠেছে।

এদিকে নৌবাহিনী জানিয়েছে, চট্টগ্রাম থেকে রওনা হয়ে ফেনীতে বন্যাদুর্গত এলাকায় উদ্ধারকাজে অংশগ্রহণ করেছে তাদের একটি কন্টিনজেন্ট। উদ্ধারকাজে ডুবুরি সামগ্রী, লাইফ-জ্যাকেট, স্পিডবোট ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ব্যবহৃত হচ্ছে। জরুরি চিকিৎসাসেবা ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ