• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

বাবা হলেন পপ তারকা জাস্টিন বিবার

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

প্রথমবারের মত সন্তানের বাবা হলেন পপ তারকা জাস্টিন বিবার; স্ত্রী হেইলি বিবারের কোলে এল একটি ফুটফুটে সন্তান। এদিকে ভক্তদেরকে এই খুশির সংবাদটি জানাতে আর দেরি করেননি ‘বেইবে’ খ্যাত এই শিল্পী। সামাজিক মাধ্যমে সদ্যোজাতের একচ্ছটা দেখিয়ে বাবা হওয়ার আনন্দ ধরে রাখতে পারেননি এই তারকা।

শনিবার সকালে ইনস্টাগ্রামে নবাগত সন্তানের পায়ের ছবি পোস্ট করেন এই কানাডিয়ান তারকা। লিখেছেন, ‘বাড়িতে তোমায় স্বাগত জানাচ্ছি।’ সঙ্গে একটি নামও জুড়ে দেন, ‘জ্যাক ব্লুজ বিবার’।

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে তাদের প্রথম সন্তান আসার খবর জানিয়েছিলেন জাস্টিন এবং হেইলি। তারা একটি ভিডিওটিতে হেইলির বেবি বাম্পের ছবিও শেয়ার করেছিলেন এই তারকা জুটি।

সঙ্গে ছিল তাদের বিয়ের সময় নেওয়া শপথের কিছু টুকরো ছবিও। সেই সময় ইউএস উইলির রিপোর্টে জানানো হয়েছিল, তারা সন্তান আসার খবর পেয়ে দারুন উচ্ছ্বসিত। জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তারা।

জাস্টিন এবং হেইলি ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের খবর কেউই প্রকাশ্যে আনেননি। এরপর বিয়ের চার বছর পূর্তিতে তাদের বিবাহের কথা স্বীকার করেন তারকা জুটি। বিয়ের ৬ বছর পর প্রথমবার বাবা মা হওয়ার সুখ পেলেন এই দম্পতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ