• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন

নিরাপত্তা জোরদার পল্লী বিদ্যুতের সব স্থাপনায়

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

নাশকতার আশঙ্কায় দেশের পল্লী বিদ্যুতের সব স্থাপনা ও অফিসের নিরাপত্তা জোরদার করেছে ‍পুলিশ। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে এক ক্ষুদে বার্তায় বিষয়টি জানায় পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগ।

পল্লী বিদ্যুতের কর্মীরা দুই দিনের মধ্যে গণছুটিতে গিয়ে সারাদেশের বিদ্যুৎব্যবস্থা অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন বলে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এমন খবরেই মূলত পুলিশ আগাম সতর্ক ব্যবস্থা নিলো।

গত ২৪ আগস্ট পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্যবিরোধী আন্দোলন ব্যানারে একটি সংগঠনের পক্ষ থেকে দুই দফা দাবি বাস্তবায়নের আলটিমেটাম দেওয়া হয়েছে। তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে এসব দাবির বাস্তবায়ন চান।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আন্দোলনের নামে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে তাদের প্রতিহত করা হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। তিন সপ্তাহ পেরোতে না পেরোতেই নানা শ্রেণি-পেশার মানুষ তাদের বিভিন্ন দাবি নিয়ে মাঠে নামছে। গত রোববার আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করে দাবি আদায় করতে চাইলে তাদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষও হয়। এসব আন্দোলনের পেছনে সরকার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ